খুলনা | বুধবার | ০২ জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২

ভূমিদস্যু জাফর বিশ্বাসের অবৈধ ভূমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৮ এ.এম | ১১ অক্টোবর ২০২৪


ভূমিদস্যু মোঃ জাফর বিশ্বাসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নগরীর মির্জাপুর রোড এলাকার বাসিন্দা মিসেস আফসানা হোসেন।
বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নগরীর বয়রার আজিজের মোড়ে আমার একটি ১২.৫ শতক খালি জমি আছে, যা ১৯৮২ সালে ক্রয় করা হয়েছিল। বিগত ৮/৯ বছর যাবত সন্ত্রাসী, মাদকসেবী ও ভূমিদস্যু মোঃ জাফর বিশ্বাস অবৈধ ভাবে দখল করে সেখানে একটি টিনের দোচালা ঘর তুলে বসবাস করছেন। আমি তাকে বিগত বছরগুলোতে বহুবার উক্ত জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলেছি। কিন্তু একথা বলতে গেলেই মোঃ জাফর বিশ্বাস ও তার স্ত্রী সালমা বেগম বলে তোরা জমির মধ্যে ঢুকলেই রক্তের বন্যা বইয়ে দিবো।
সংবাদ সম্মেলনে আরও বলা হয় বিগত ২০১৮, ২০১৯, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে পরপর সংশ্লিষ্ট খালিশপুর থানায় উক্ত বিষয়ে সাধারণ ডায়েরী করা আছে এবং ২০১৯ সালের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে খুলনা আদালতে একটি প্রসিকিউশন করা আছে। আমার ক্রয়কৃত জায়গা থেকে আমি তাকে কোন ভাবেই উঠাতে পারিনি।
মিসেস আফসানা হোসেন বলেন ইতোপূর্বে উক্ত জায়গা ছেড়ে দেবে বলে আমার নিকট থেকে মোটা অংকের টাকা গ্রহণ করেও জায়গা ছাড়েনি। বরং বর্তমানে আরো ১০ লক্ষ টাকা দাবি করছে এবং আমার জায়গাটি স্থায়ীভাবে দখল করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জাফর। 
তিনি ভূমিদস্যু মোঃ জাফর বিশ্বাসের অবৈধ ও অনৈতিক কার্যকলাপে প্রশাসনের আশু হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

্রিন্ট

আরও সংবদ